23212

04/20/2025 মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

রাজটাইমস ডেস্ক:

২১ আগস্ট ২০২৪ ১০:৫৯

মালয়েশিয়ার কোটা বারুতে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মঙ্গলবার কেলানতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল কোটা বারুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানা থেকে তাদের আটক করে।

জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান জানান, আটকদের মধ্যে চীনের ৭০ জন, বাংলাদেশের ২৮ জন, থাইল্যান্ডের একজন, পাকিস্তানের দুজন, মিয়ানমারের ১১ এবং ইন্দোনেশিয়ার দুজন নাগরিক রয়েছেন। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বিভিন্ন পদমর্যাদার ৬৯ জন কর্মকর্তাকে নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযানটি চালানো হয়। আটক ১১৪ জনের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৬ জন নারী। আটকদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কেলানতান ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে বলে জানিয়েছেন বসরি ওথমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]