23261

05/03/2025 বন্যার পানিতে ভাসছে ত্রিপুরা, নিহত ১০

বন্যার পানিতে ভাসছে ত্রিপুরা, নিহত ১০

রাজ টাইমস ডেস্ক :

২২ আগস্ট ২০২৪ ১১:৩৭

ভয়াবহ বন্যায় ভেসে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। ক্রমবর্ধমান প্রাকৃতিক এই দুর্যোগে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, বন্যার প্রভাবে রাজ্যটির এখন পর্যন্ত ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সম্প্রতি বন্যায় রাজ্যটির ৮টি জেলা প্লাবিত হয়েছে। জেলাগুলোর সাড়ে ছয় হাজারের বেশি পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে গিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার সাথে ফোনে কথা বলেছেন। বিরাজমান বন্যা পরিস্থিতি সম্পর্কে অমিতকে অবহিত করা হয়েছে।

অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এরডিআরএফ) কর্মীদের জরুরি ভিত্তিতে মোতয়ান নিয়ে কথা বলেছেন তারা। এনডিটিভি আরও জানিয়েছে, ত্রিপুরার গোমতি এবং খোয়া জেলা থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে।

বাকি নয় জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। ওই পরিবারের বাকি দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বন্যায় রাজ্যটিতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্তত দশটি রেলযাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

একজন রেল কর্মকর্তা জানিয়েছে, ভারী বর্ষণে গোমতি জেলার অনেক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এ কারণেই তারা রেলযাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। ত্রিপুরার বিভিন্ন জেলায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী। বন্যায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]