23265

04/19/2025 ৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

রাজ টাইমস ডেস্ক :

২২ আগস্ট ২০২৪ ১২:২২

দেশের ৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বর্ষণ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এদিকে, কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তলিয়ে গেছে বাড়িঘর-সড়ক। বিদ্যুৎহীন নোয়াখালী, ফেনীসহ পূর্বাঞ্চলের জনপদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]