23276

04/19/2025 প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৪ ২৩:১২

রাজশাহীর পবায় প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস নেয়ার সময় পাশেই দাঁড়িয়ে থাকা চালক জাহিদুর রহমান খন্দকার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কেচুয়াতলা এলাকার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান খন্দকার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা।


রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের পর প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে জাহিদুর রহমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]