04/19/2025 সুপেয় পানি ও খাদ্যের সংকট, শঙ্কা কাটেনি মানুষের
রাজটাইমস ডেস্ক:
২৩ আগস্ট ২০২৪ ১৩:৪২
পানি সরে না যাওয়ায় এবং স্রোত না কমায় ফেনীর বিস্তীর্ণ অঞ্চল এখনো প্লাবিত। পানিবন্দি লাখো মানুষের শঙ্কা এখনো কাটেনি। তার সঙ্গে যোগ হয়েছে সুপেয় পানি ও খাবারের সংকট।
সুপেয় পানীয় ও খাদ্যের সংকট
উদ্ধারকর্মীরা বণিক বার্তাকে বলেন, বিভিন্ন জায়গা ঘুরে তারা দেখতে পেয়েছেন যে, বন্যা কবলিত অনেক পরিবারে সুপেয় পানি এবং খাবারের অভাব দেখা দিয়েছে। তাদের কাছে থাকা খাবার পানি ও খাদ্য শেষ হয়ে যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র জ্যাম
উদ্ভূত বন্যা পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বারইয়ারহাট পর্যন্ত গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে আজ পর্যন্ত তীব্র যানজট রয়েছে।
লালপুর থেকে মহীপাল পর্যন্ত এই মহাসড়কে আটকে আছে অনেক মালবাহী ট্রাক। এসব ট্রাকের চালকরা বণিক বার্তাকে জানান, পণ্যগুলো পৌঁছাতে না পারলে তাতে পচন ধরবে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে হাঁটতে শুরু করেছেন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মানুষও বাস থেকে নামতে হাঁটতে বাধ্য হচ্ছেন।
শঙ্কা কাটেনি ফেনীবাসীর
ফেনীতে উদ্ধারকর্মীদের একটি দল বণিক বার্তাকে জানান, পানির স্রোত এখনো কমেনি। উদ্ধারকর্মীদের বহন করা একটি নৌকা থেকে তীব্র স্রোতের মুখে পানিতে পড়ে যান কয়েকজন। লাইফজ্যাকেট নিয়ে একটি স্পিডবোট এসে তাদের উদ্ধার করেছে।