03/16/2025 শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার
রাজটাইমস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০ ০০:৪৭
দেখতে ঠিক বোমার মত, ওজনও প্রায় আড়াইশ’ কেজি। এমনি সিলিন্ডার সদৃশ বস্তু উদ্ধার করা হল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে।
বুধবার (০৯ ডিসেম্বর) বিকালে মাটি খুঁড়তে গিয়েই বোমাটি পাওয়া যায়। উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা। যার ওজন ২৩০ কেজি।
ঘটনাস্থলে বিশেষজ্ঞদের নিয়ে আসা হলে তারা জানান, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
পাশাপাশি, পরিস্থিতি এড়াতে টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।