23315

09/07/2025 সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজটাইমস ডেস্ক: 

২৪ আগস্ট ২০২৪ ১৯:০৬

অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মানিককে সিলেট মহানগর হাকিম-২ এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গতকাল শুক্রবার সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতে অনুপ্রবেশে সাহায্যকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে বিজিবির হাতে আটক হন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]