23320

04/20/2025 সুদানে গৃহযুদ্ধে মৃত্যু ২০ হাজার ছাড়াল

সুদানে গৃহযুদ্ধে মৃত্যু ২০ হাজার ছাড়াল

রাজটাইমস ডেস্ক: 

২৪ আগস্ট ২০২৪ ১৯:৪৪

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস-এসএএফ ও প্যারামিলিটারি র্যা পিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ’র মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানায়, যুদ্ধ ও সংঘাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা- ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’- এসিএলইডি।

প্রতিবেদনে বলা হয়, গত বছর গৃহযুদ্ধ শুরুর পর থেকে এসএএফ ও আরএসএফ’র মধ্যে অন্তত ৭ হাজার ২৩০টি সংঘাত হয়েছে। চলতি বছরের ৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত বেশিরভাগ সংঘাত হয় খারতুম ও দক্ষিণ দারফুর প্রদেশে। এর মাঝে খারতুমে ১৫৭টি সংঘাতে ২৬০ জন ও দক্ষিণ দারফুরে ৩৯৬টি সংঘাতে ৬৮ জনের মৃত্যু হয়।

ভয়াবহ এই গৃহযুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশ। এ লক্ষ্যে ১৪ আগস্ট থেকে সুইজারল্যান্ডের জেনেভায় নতুন দফায় সমঝোতা আলোচনা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনার টেবিলে এসএএফ কোনো প্রতিনিধি পাঠায়নি।

নতুন দফার সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার পর জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গৃহযুদ্ধ চলমান থাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সুদানে দুটি হিউম্যানিটেরিয়ান করিডোর পুনরায় চালু করা হবে। বিবৃতিতে মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে এসএএফ ও আরএসএফ-কে ২০২৩ সালের ১১ মে স্বাক্ষরিত জেদ্দা ডিক্লারেশন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সুদানে যুদ্ধবিরতি নিশ্চিতে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আগামীতে সমঝোতা আলোচনায় এসএএফ অংশ নেবে বলে আশাবাদ জানিয়েছে তারা। একই সাথে সুদানে মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক মহলকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]