23357

04/20/2025 ধামইরহাটে ভূমি অফিসের সার্ভেয়ার আটক

ধামইরহাটে ভূমি অফিসের সার্ভেয়ার আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৫ আগস্ট ২০২৪ ২১:০৮

নওগাঁর ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাধারণ মানুষকে কাজ করে দেয়ার নামে অবৈধ অর্থ নেয়ার অভিযোগে ময়নুল হোসাইন নামক এক ব্যক্তিকে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে ।

আজ রোববার বিকেল ৪টার দিকে এই উপজেলা ভূমি অফিসে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেন,রাঙ্গামাটি গ্রামের রেশমা খাতুন,মানুষ সুন্দরী গ্রামের হাসনা হেনা,মঙ্গলিয়া গ্রামের আতাবুল এবং ভাতগ্রামের জাহাঙ্গীর আলমের নিকট থেকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো.ময়নুল হোসাইন (৪৫) জমিজমা খারিজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে দেয়ার নাম করে অবৈধ অর্থ গ্রহণ করে।

দির্ঘদিন ধরে ভূক্তভোগিদের কাজ করে না দেয়ার তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র রবিউল,মুন্না,রাসু,প্রতীক,জিহান,প্রতীক,রাশেদ,জোনাইদের কাছে সাহায্য কামনা করে। ছাত্ররা ওই সার্ভেয়ারকে আটক করে থানায় খবর দেয়।

এক পর্যায়ে সার্ভেয়ার ময়নুল হোসাইন টাকা নেয়ার কথা ছাত্রদের কাছে স্বীকার করে। বিষয়টি জানতে পেয়ে ধামইরহাট থানায় দায়িত্বপ্রাপ্ত মেজর মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো.আব্দুল মমিন,জেলা প্রশাসনের এনডিসি রাকিবুল হাসান,অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুীক,পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ছাত্রদের সাথে কথা বলেন। উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ভুক্তভোগিদের অভিযোগ শোনার পর সার্ভেয়ারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের পূর্বক সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে রোববার সন্ধ্যায় ভুক্তযোগি তোফাজ্জল হোসেন,হারুনুর রশীদ,জাহাঙ্গীর আলম,জামাল হোসেন বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সার্ভেয়ার ময়নুল হোসাইনকে জেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।

উল্লেখ্য ময়নুল হোসাইন জেলার নিয়ামতপুর উপজেলায় বদলী হয়েছে। রোববার দায়িত্ব বুঝে দেয়ার জন্য ধামইরহাট ভূমি অফিসে এসেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]