23358

04/20/2025 পত্নীতলায় চাঁদা আদায়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার!

পত্নীতলায় চাঁদা আদায়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

২৫ আগস্ট ২০২৪ ২১:৪২

নওগাঁর পত্নীতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবককে আটকের পর থানায় হস্তান্তর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

থানার মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মামুদপুর চৌধুরী পাড়ায় একটি বাড়িতে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এ চাঁদা উত্তোলন চেষ্টা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আরিফ পালানোর চেষ্টা করে ও ছাত্রদের হাতে আটক হন।

আরিফ ছাত্রদের জানায়, আমি যুবদলের কর্মি ও স্থানীয় যুবদলের নেতাদের ইন্ধনে এই কাজ করছি। পরে আরিফকে রাতেই থানা পুলিশের হাতে তুলে দেন। ছাত্র আন্দোলনের পক্ষে কাজী নাজমুল হাসান বাদী হয়ে আরিফের নামে মামলা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন, 'চাঁদা দাবির অভিযোগে উপজেলার মামুদপুর মধ্যপাড়ার তমিজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫) নামে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তারিখ: ২৪ আগস্ট ২০২৪। শনিবার বিকেলে আসামি আরিফকে নওগাঁ কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]