23366

04/20/2025 গাজী টায়ার কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি

গাজী টায়ার কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি

রাজ টাইমস ডেস্ক :

২৬ আগস্ট ২০২৪ ১০:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কারখানার আগুন।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট।

স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েন।

এদিকে, ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা।

১১টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারারাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]