23373

04/19/2025 সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ৯

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ৯

রাজটাইমস ডেস্ক: 

২৬ আগস্ট ২০২৪ ১১:৪৭

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতে ও গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বরিশালে দুজন, মৌলভীবাজারে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন এবং মুন্সিগঞ্জ, মাদারীপুর ও নীলফামারীতে একজন করে নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— খবর বণিক বার্তার ।

বরিশাল: বাসের ধাক্কায় মাহিন্দ্রায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বেজহারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমি আক্তার (৩০) ও তার ছেলে আজমাইন (৪)।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে যায়। মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন আটক করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের আজম মৃধার স্ত্রী।

মৌলভীবাজার: সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) এবং তার চাচাতো ভাই মঞ্জু চন্দের ছেলে অনীক চন্দ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের মির্জাপুর গ্রাম থেকে মোটরসাইকেলে মৌলভীবাজার শহরে আসছিলেন নিহতরা। পথে আদপাশা গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া: সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী। গতকাল সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কোড্ডায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) ও নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহীন চৌধুরী (৪৮)। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চঞ্চল ও শাহীন মোটরসাইকেলে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে কোড্ডায় রেলওয়ে কেবিন ঘরের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চঞ্চল ও শাহীন মারা যান।

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গিবাড়ীতে সেতুর রেলিংয়ে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সোহান শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে উপজেলার কালিবাড়ী বাজার থেকে বারৈপাড়া যাচ্ছিলেন সোহান। পথে রাউৎভোগ সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রেলিংয়ে ধাক্কা লাগে।

টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) শফি উদ্দিন জানান, সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবক নিহত হন। স্বজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুর: জেলার শিবচরে অটোভ্যান থেকে ছিটকে পড়ে মো. সিয়াম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়াম শিবচর উপজেলার পোদ্দার চর মোড়লকান্দি গ্রামের বাহারুল শেখের ছেলে।

সিয়ামের মামা রাকিব জানান, তার বোন রূপালী সিয়ামকে নিয়ে অটো ভ্যানে করে বাবার বাড়ি বেড়াতে আসছিলেন। পথে স্পিড ব্রেকার পড়লে অটোভ্যানচালক ব্রেক চাপতেই ছিটকে পড়ে গুরুতর আহত হয় সিয়াম। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী: জেলার সৈয়দপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আনিস মণ্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের মজে হাজীপাড়া গ্রামে। বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন আনিস মণ্ডল। পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন আরোহী তিনি। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথেই তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]