23375

04/20/2025 পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩

রাজটাইমস ডেস্ক:

২৬ আগস্ট ২০২৪ ১৩:৩৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইয়ুব আচাকজাই জানান, বেলুচিস্তান প্রদেশের কুসাখাইল জেলায় রাতভর এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি আরো জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে ১০টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেন, ‘যারা এর পেছনে রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।’

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের শ্রমিক ও অন্যদের হত্যা করে। এটি তাদের প্রদেশ ছাড়তে বাধ্য করার প্রচারের একটি অংশ। বছরের পর বছর ধরে এই বিদ্রোহ চলছে।

এর আগে, এ ধরনের বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি ও ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতার দাবিতে লড়াই করা অন্যান্য গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। প্রদেশটিতে ইসলামি উগ্রবাদীদেরও উপস্থিতি রয়েছে।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]