23384

04/20/2025 রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক:

২৬ আগস্ট ২০২৪ ১৭:০৬

রাজশাহীর বাঘা উপজেলায় ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার যুবকেরা হলেন আলাইপুর মধ্যপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩২) ও বারশত দিয়াড় গ্রামের সোহেল রানা ওরফে রানা (৩০)। আজ সোমবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, এক নারীর অগোচরেই তাঁর বাড়িতে ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন সোহেল রানা ও রুবেল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান এবং সেখান থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুই আসামিকেও বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]