234

04/27/2024 বনলতা ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

বনলতা ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২০ ০১:০৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বনলতা ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সাথে অপর আরও ৩টি টেনের ছুটি বাতিল করা হয়। বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালাক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলকে জানানো হয়।
সূত্রমতে আদেশে বলা হয়, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) বনলতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস কালনী এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আন্দালীব/২৪

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]