23459

04/19/2025 বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

রাজ টাইমস ডেস্ক :

২৯ আগস্ট ২০২৪ ১৬:৪০

চলমান বন্যায় দেশের ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ফেনীতেই সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মন্ত্রণালয়ের দেয়া তালিকায় দেখা গেছে, ফেনীতে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে আটজন, চট্টগ্রামে ছয়জন, কক্সবাজারে তিনজন, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং খাগড়াছড়িতে একজন করে মারা গেছেন।

কে এম আলী রেজা জানান, বর্তমানে পানিবন্দি মানুষের সংখ্যা কমে এখন ১০ লাখ ৭২ হাজার ৫৭৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। এছাড়া সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফেনীতে ১৭ জন।

বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনো চলমান আছে জানিয়ে তিনি আরো বলেন, বন্যার পরে রোগের প্রাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। কারণ হিসেবে তিনি বলেন, উজানে বৃষ্টিপাত হয়নি। এছাড়া এবারের বন্যায় প্রশাসন, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ অনেকেই একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।

ফারাক্কা বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে আলী রেজা বলেন, পাঁচটি জেলায় খোঁজ নেয়া হয়েছে। পানি বিপৎসীমার নিচে আছে। আগামী কয়েকদিন পানি বাড়ার আশঙ্কা নেই, যদি ভারী বৃষ্টিপাত না হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]