03/14/2025 বড়াইগ্রামে যুবদলের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
রাজটাইমস ডেস্ক:
২৯ আগস্ট ২০২৪ ১৯:১০
নাটোরের বড়াইগ্রামে পৌর যুবদলের অফিসে ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মৌখাড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী মোস্তফা কামাল বলেন, ‘এই অফিসের পাশে আমার হার্ডওয়্যারের দোকান আছে। সেখানে রাতে ঘুমিয়ে ছিলাম। রাত ২টার দিকে শব্দে ঘুম ভাঙে। উঠে গিয়ে দেখি আওয়ামী লীগ কর্মী রবিউল করিম পিন্টু, যুবলীগ কর্মী মফিজুল ইসলাম, মোস্তফা কামাল, লিটন আলী ও ব্যবসায়ী আল মামুনসহ ৫০ জন অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করছে। অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা দুই ভাগ হয়ে চলে যায়।’
পৌর বিএনপির সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত এই ঘটনার জড়িতদের গ্রেপ্তারসহ বিচার দাবি করছি।’
আওয়ামী লীগ কর্মী রবিউল করিম পিন্টু বলেন, ‘এই বিষয়ে আমাদের কিছুই জানা নাই। কেউ তো এলাকাতেই নাই। তারা নিজেরা ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’