23469

04/19/2025 নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক:

২৯ আগস্ট ২০২৪ ১৯:১২

নওগাঁর রাণীনগরে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার রাসেল আহম্মেদ উপজেলার কাটরাসিন গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীর স্ত্রীর (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাসেল। এরপর মোবাইল ফোনের ইমোতে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারণ করেন।

ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রাসেলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি। এরপর রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের ইমোতে ছড়িয়ে দেন।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই রাসেলকে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ বলেন, ‘গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]