04/20/2025 পত্নীতলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
৩০ আগস্ট ২০২৪ ২১:৫৭
নওগাঁর পত্নীতলায় ছাত্র সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার নজিপুর পাবলিক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক দেলোয়ার হোসেন, বাছের আলী, এস.এম মোর্শেদুল ইসলাম, সাবেক শিক্ষক মোজাহার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্যাতিত (গুলিবিদ্ধ) ছাত্র কাজী নাজমুল, মুক্তারুল, রাকিব, মিজানুর, মেহের রাব্বি, সুমাইয়া জান্নাত প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোস্তফা মারুফ, ইমার খাঁন, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।