03/15/2025 মাস্ক না পরায় সাত জনকে অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২০ ০১:০৭
রাজশাহী নগরীতে মাস্ক না পরায় সাত জনকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নয়শত টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট, নিউমার্কেট, বড়কুৃঠির ও সার্কিট হাউজের সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করেন।
এসময় মুখে মাস্ক না পড়ায় সাত জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য গত ২১ জুলাই মঙ্গলবার করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে।
আন্দালীব/২৪