23500

04/19/2025 চট্টগ্রামে শিবির নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামে শিবির নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

রাজটাইমস ডেস্ক:

৩০ আগস্ট ২০২৪ ২২:১০

চট্টগ্রামের ফটিকছড়িতে দলীয় অনুষ্ঠান শেষে শহরের ফেরার সময় চট্টগ্রাম জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ চৌধুরীকে দুর্বৃত্তরা তুলে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রশিবির ও জামায়াতের নেতারা।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝঙ্কার মোড় থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির ইসমাঈল গনী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনের অতিথি হিসেবে রাশেদু চৌধুরী আসেন। অনুষ্ঠান শেষে তিনি সন্ধ্যা ৭টার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝঙ্কার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আমরা বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছি। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে দলটির দুই নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়। এর আগে রাউজানে পিটিয়ে হত্যা করা হয় রাঙ্গামাটির বেতবুনিয়ার এক আওয়ামী লীগ নেতাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]