23529

04/19/2025 ঢাকাসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকাসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার

রাজ টাইমস ডেস্ক:

১ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৪

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র লুট হয় বলে দাবি করে পুলিশ। সেই সব ঘটনার পর লুট যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

তবে এখন কতটি অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে তা জানায়নি পুলিশ। অন্যদিকে, এসব লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দিতে অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]