2353

04/25/2024 মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট

মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট

রাজ টাইমস ডেস্ক

১১ ডিসেম্বর ২০২০ ০২:৫৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার বিকাল থেকে ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও এ সমস্যা দেখা দিয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দিয়েছে বলে ইনডিপেনডেন্ট জানিয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সময় বেলা ৩টা থেকে অনেক ব্যবহারকারী মেসেঞ্জার নিয়ে অভিযোগ জানানো শুরু করেন। প্রথমে এই সমস্যা ব্যাপক হারে শুরু হয় ইউরোপ ও জাপানে।

পরবর্তীতে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। এখন অসংখ্য ব্যবহারকারী মেসেঞ্জার বিভ্রাট নিয়ে অভিযোগ করে যাচ্ছেন। তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তবে বাংলাদেশের থেকেও বেশি সমস্যায় ভুগছেন ইউরোপের বাসিন্দারা। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। ভারতেও দেখা দিয়েছে একই সমস্যা। ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন।

তবে, এখন পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশ্বজুড়ে দেখা দিয়েছে ম্যাসেঞ্জারের এই সমস্যা। আপনিও কি এই মুহূর্তে ভুগছেন এই সমস্যায়? ভুগে থাকলে চিন্তিত হবার কিছু নেই। কারণ এই সমস্যাটা আপনার একার নয়।।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]