04/19/2025 তিন মাস পর উন্মুক্ত হলো সুন্দরবন
রাজটাইমস ডেস্ক:
১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২
টানা তিন মাসের নিষেধাজ্ঞার পর আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এদিন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।
শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন মাস বন্ধ থাকায় সুন্দরবনের প্রাণ-প্রকৃতি আগের তুলনায় সজীব হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। বনজীবী ও দেশি-বিদেশি দর্শনার্থীরা অনুমতি নিয়ে রবিবার ভোর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। তবে বৈধভাবে প্রবেশ করে হরিণ শিকার অথবা কোনো ধরনের অপরাধে যাতে কেউ যুক্ত হতে না পারেন, সেজন্য বন বিভাগ সতর্ক রয়েছে।