23540

04/20/2025 সাপাহারে জামায়াত নেতা কাফী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সাপাহারে জামায়াত নেতা কাফী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৮

নওগাঁর সাপাহার উপজেলার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ এর সহকারি শিক্ষক ও জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফী গত শুক্রবার রাত ১০ টার সময় দুর্বৃত্তের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এই হত্যার বিচারের দাবিতে উপজেলার জিরো পয়েন্ট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার আল হেলাল ইসলামি একাডেমী স্কুল এন্ড কলেজ ও সাপাহার উপজেলার সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে উপজেলা উত্তরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্ট স্বাধীনতার মুক্ত মঞ্চে এসে জড়ো হয় এবং প্রতিবাদ জানানো হয়। আব্দুল্লাহীল কাফী হত্যায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখিত, গত শুক্রবার রাত ১০ টার সময় আইহাই ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার প্রোগ্রাম শেষ করে সাপাহারের উদ্দেশ্যে রওনা হলে মানিকুড়া ও সৈয়তপুর এর মাঝামাঝি স্থানে একদল দুর্বৃত্তকারী লাঠী সোটা নিয়ে গাড়ি রোধ করে বেধড়ক পিটুনি দিয়ে পালিয়ে যায় ।

এসময় তাদের আত্নচিৎকারে এলাকার মানুষজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী রেফার্ড করেন। এবং রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ২ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীরা জানান, আর কোন অরাজকতা ও এরকম নেক্কারজনক ঘটনা সাপাহারের মাটিতে ঘটতে দিবো না।  একারনে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এবং এই হত্যা কান্ডে যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। জড়িতদের গ্রেফতার না করতে পারলে শিক্ষার্থীরা তারা তাদের বিক্ষোভ চলমান রাখবে বলে জানিয়েছে ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]