23550

03/18/2025 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রাজটাইমস ডেস্ক:

১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

রোববার সকালে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে রুয়েটের উপাচার্য পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পাঠিয়েছেন। একটি কপি তিনিও পেয়েছেন।

রেজিস্ট্রার আরও বলেন, বিধি অনুযায়ী এখন রুয়েট ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে পালন করবেন, এখনো সেই সিদ্ধান্ত হয়নি।

গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]