23551

04/20/2025 নাটোর চিনিকলের আখ রোপন কার্যক্রম শুরু

নাটোর চিনিকলের আখ রোপন কার্যক্রম শুরু

রাজ টাইমস ডেস্ক:

১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৩

নাটোর চিনিকলের ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর মিলগেট সাবর্জোনের বারঘড়িয়া এলাকায় আখচাষী সুজনের ১ একর জমির বেড়ে চারা স্থাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সদর দফতেরর প্রধান (সিপিই) মো. গিয়াস উদ্দিন রোপণ কার্যক্রমের উদ্ধোধন করেন।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূইয়া, ডিজিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম (সিপি) ফারুক আহমেদসহ কর্মকর্তা-কর্মচারী ও চাষীরা এ সময় উপস্থিত ছিলেন।

এবার চলতি রোপণ মৌসুমে নাটোরে ৮টি সাবর্জোনে ৯৭ ইউনিটে ১০ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]