23576

04/20/2025 আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় না দিয়ে গ্রেফতার নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় না দিয়ে গ্রেফতার নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজটাইমস ডেস্ক:

২ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫

শেখ হাসিনা সরকারের শাসন আমলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিনা পরিচয়ে নিরপরাধ ব্যক্তিকে আটক করার অভিযোগ অহরহ। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের জন্য অন্তর্বর্তীকালীর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন নির্দেশনা দিয়েছেন ।

আইনশৃঙ্খলা বাহিনীর নিজেদের পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করতে পারবে না বলে রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না ।

যৌথ অভিযানসহ যেকোনো ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে। তার আগেই এই নির্দেশনা দেওয়া হলো।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যাটা খুবই নগণ্য। বহু অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]