2363

04/19/2025 ঐতিহাসিক তানোর দিবস পালিত

ঐতিহাসিক তানোর দিবস পালিত

রাজটাইমস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২০ ০১:৪৮

রাজশাহীর তানোর উপজেলায় পালিত হল ঐতিহাসিক তানোর দিবস। শুক্রবার (১১ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি পালনে পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপজেলার গোল্লাপাড়া এলাকায় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম, মহানগরের সম্পাদকমণ্ডলির সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপুুসহ অন্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তৎকালীন সরকার প্রগতিশীল কৃষক আন্দোলনের (বাংলাদেশ সাম্যবাদী দল এম.এল) ৪৪ বিপ্লবীকে নির্মম নির্যাতন করে হত্যার পর রাজশাহীর তানোরের গোল্লাপাড়া বাজারের গুদামের পাশে গণকবর দেয়া হয়। প্রতি বছরই ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিনটি পালন করে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]