23721

04/20/2025 ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার মান

রাজ টাইমস ডেস্ক :

৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬

মার্কিন ডলারের ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বেড়েছে আফগান মুদ্রার (আফগানি) মান।

গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে।

এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে। এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]