23737

09/19/2024 সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

রাজ টাইমস ডেস্ক :

৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের একটি কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, সেখানে দগ্ধ ১২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। কারও কারও ৯০ শতাংশ পুড়ে গেছে।

আহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।

এদিকে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]