04/12/2025 নগরীতে ৭১ নেটওয়ার্কের মাস্ক ও সাবান বিতরন
রাজটাইমস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০ ২৩:০২
রাজশাহী নগরীত হত দরিদ্র ব্যক্তিদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে ৭১ নেটওয়ার্কের নামের একটি সংগঠন।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর তালাইমারী ফুলতলা বস্তিতে প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
মানবিক এই কর্মসূচীতে অংশগ্রহন করেন আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থার (আসাউস) পরিচালক দেবাশিষ প্রামানিক দেবু, রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) নির্বাহী পরিচালক সোহাগ আলী, নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আঞ্জুমান আরা পারভীন, নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থার (নিবুস) পরিচালক তৌফিকুল ইসলাম, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ারের (লফস) প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলাতানা রিজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সচেতনামূলক পরামর্শ দেয়া হয়। এ সময় নেটওয়ার্কের সভাপতি দেবাশিষ প্রামানিক দেবু করোনাকালীন সচেতনতার জন্য বাইরে গেলে মাস্ক পরিধান এবং ঘন ঘন হাত ধোয়ার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন। এছাড়া তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।