23781

04/20/2025 ঠাকুরগাঁওয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

রাজটাইমস ডেস্ক:

৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

এদিকে নিহত সন্তানের লাশ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুর চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোরের বাবা মহাদেব কুমার সিংহ।

জানা গেছে, ওই এলাকা দিয়ে ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে জয়ন্ত কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় তার সাথে থাকা আরো দু’জন বাংলাদেশী আহত হয়েছেন। তারা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- নিহত জয়ন্ত কুমার সিংহের বাবা ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটলডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

এ ব্যপারে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে। আমি শুনতে পেয়েছি যে- প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেয়ার জন্য সীমান্তে যায়। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার লাশ আনতে তার বাবা সীমান্তে যায়। বিএসএফ তার বাবাকে লক্ষ্য করেও গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: তানজির আহমদ জানান, সীমান্তে হতাহতের ঘটনা শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে আমরা কাজ করছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]