03/15/2025 গাঁজা-কারসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২০ ০১:২৫
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালায়।
গ্রেপ্তারা হলেন-কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুর রহমান (৪৯) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার সংকরপুর ফয়েজেরপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন তালুকদারের ছেলে সোয়াকুল বাবর তালুকদার (৪৮)।
র্যাব জানায়, গ্রেপ্তার দুইজন একটি প্রাইভেটকারে করে নাটোর থেকে গাঁজা নিয়ে রাজশাহী যাচ্ছিল। তাদের কাছ থেকে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, আড়াই হাজার টাকা, দুটি মোবাইল ফোন, তিনটি সীমকার্ড এবং একটি মেমোরিকার্ড জব্দ করা হয়।
আন্দালীব/২৪