23803

04/19/2025 খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২২

খুলনায় নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। তাদের লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় তারা ভবন থেকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।

এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিক সহকর্মীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]