23817

04/19/2025 আরএমপি কমিশনারের সাথে  জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি কমিশনারের সাথে  জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, নগরীতে আইনের শাষণ প্রতিষ্ঠার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আশ্বাস প্রদান করেন।
মঙ্গলবার বেলা ১২ টার সময় মহানগর জামায়াতের আমীর ড.মাওলানা কেরামত আলী নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়বে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহ-সেক্রেটারী অধ্যাক্ষ মাহাবুব হাসান বুলবুল, অধ্যক্ষ শাহাদাত হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক সারোয়ার জাহান প্রিন্স, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মর্তজা, যুব সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, হড়্গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর শিবির সভাপতি সিফাত আলম, বিশ্ববিদ্যালয় সভাপতি আবু আব্দুল্লাহ মুহাইমিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]