23839

04/20/2025 টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

রাজ টাইমস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৭

সুপার টাইফুন ইয়াগি এবং এর পরবর্তী বন্যা ও ভূমিধসে রাজধানী হ্যানয়সহ ভিয়েতনামের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১২৮ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে তথ্য জানায় বার্তাসংস্থা রয়েটার্স।

সংস্থাটি বলেছে, উচ্চ বন্যার পানির স্তর নদীর তীর ও নিচু এলাকা প্লাবিত করেছে।

প্রবল বর্ষণে রেড রিভার নদীর পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় হ্যানয় জেলার বেশিভাগ এলাকা ডুবে যায় বলে জানায় দেশটির আবহাওয়া সংস্থা।

টাইফুন ইয়াগি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে গত ৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে। যা দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত। ভিয়েতনামে আঘাতের আগে ফিলিপাইনের লুজন প্রদেশ এবং চীনের কোটু দ্বীপেও তাণ্ডব চালিয়েছে ইয়াগি।

সোমবার থেকে শক্তি হারানো শুরু করে ঘূর্ণিঝড়টি। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]