23852

04/20/2025 পুঠিয়ায় আওয়ামীলীগ নেতা কালাম গ্রেফতার

পুঠিয়ায় আওয়ামীলীগ নেতা কালাম গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ

১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫১

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ(৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজারে ঘোরাঘুরি করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সৃষ্টি, দোকান ভাঙচুর, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা এলাকায় ডিশের ব্যবসা করায় তিনি ডিশ কালাম নামে এলাকায় পরিচিত। তার বাড়ি বানেশ্বরের নামাজ গ্রামে। তার হাত দিয়ে বানেশ্বরে মাদকের বিস্তার ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]