2391

04/19/2025 বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজশাহীর চিকিৎসকদের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজশাহীর চিকিৎসকদের

রাজটাইমস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২০ ২৩:১৯

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটকের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও শিক্ষক সমিতির ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। সেই সঙ্গে এর পরিকল্পনাকারীদেরও ছাড় দেয়া যাবে না। দ্রুত শনাক্ত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চিকিৎসক নেতা ও এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাহাবুর রহমান খান প্রমুখ।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]