23911

04/20/2025 জম্মু ও কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৭

জম্মু ও কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৭

রাজটাইমস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৬

বিধানসভা নির্বাচনের আবহের মধ্যেই কাশ্মীর ও জম্মু সীমান্তজুড়ে আবার শুরু হয়েছে জঙ্গি তৎপরতা। আজ শুক্রবার জম্মুর কিশতাওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা নিহত হন, আহত হন আরও দুজন।

এরপর শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এছাড়া শুক্রবার কাঠুয়ায় পৃথক আরেকটি বন্দুক লড়াইয়ের ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে দুই সেনা ও পাঁচ বিচ্ছিন্নতাবাদীসহ সাতজন নিহত হলো।

শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের জেলা বারামুল্লার পাট্টান এলাকার চক তাপের কেরিরিতে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে— গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। বিচ্ছিন্নতাবাদীরা একটি তল্লাশি দলের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলি করে। শনিবার সকালে বন্দুক লড়াই চলাকালে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

একদিন আগে কিশতাওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা নিহত ও আরও দুইজন আহত হন। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করার পর কিস্তাওয়ারের চাতরুতে বন্দুক লড়াই শুরু হয়। এছাড়া শুক্রবার কাঠুয়ায় পৃথক আরেকটি বন্দুক লড়াইয়ের ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

এর আগে গত জুলাইয়ে কিশতাওয়ারে বিচ্ছিন্নবাদীদের গুলিতে চার সেনা সদস্য নিহত হয়েছিল। নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও ছিলেন।

দীর্ঘ ১০ বছর পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। তিন পর্যায়ের এই নির্বাচনের শুরু ১৮ সেপ্টেম্বর। বিধান সভা নির্বাচন সামনে রেখে এমন বন্দুকযুদ্ধের ঘটনায় জম্মু-কাশ্মীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

চেনাব উপত্যকা অঞ্চলের ডোডা, কিস্তাওয়ার ও রামবান জেলার আটটি বিধানসভা কেন্দ্রে এবং দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান ও কুলগামের ১৬টি আসনে ভোট গ্রহণ হবে।

জম্মু, কাঠুয়া ও সাম্বা জেলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোট হবে যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]