2395

04/04/2025 রাজশাহীতে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড

রাজশাহীতে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড

রাজটাইমস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২০ ০২:৫৯

রাজশাহীতে জমি-বিরোধকে কেন্দ্র করে পবা উপজেলার আলোকছত্র গ্রামের সাইদার রহমান (৩০) হত্যা মামলার ঘটনার মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৩ ডিসেম্বর) বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরার আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয়।

যেসব আসামী সাজাপ্রাপ্ত হয়েছেন তারা হলেন দুলাল উদ্দিন, তার স্ত্রী মিনারা খাতুন, মো মিঠু, মো. তোতা, রঞ্জু ওরফে বাবু এবং মো. বুলবুল। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি শফিকুল ইসলাম রেন্টু।

শফিকুল ইসলাম রেন্টু জানান, আসামি তোতা ও মিঠুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ জুলাই দুপুর ১২টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে হাসুয়া, ছোরাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সাইদারকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করেন।

পরবর্তীতে, নিহত সাইদারের মা সুফিয়া খাতুন বাদি হয়ে পবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]