23958

04/19/2025 আশুলিয়ায় সংঘর্ষে নারী শ্রমিক নিহত, বাড়ছে উত্তেজনা

আশুলিয়ায় সংঘর্ষে নারী শ্রমিক নিহত, বাড়ছে উত্তেজনা

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২০

আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]