23976

09/20/2024 জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৯

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তলএকটি ম্যাগজিন ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন ওই দিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাঙচুর, আগুন দিয়ে থানার অস্ত্র এবংগোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরীর মাঠের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]