23982

09/20/2024 ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২

দেশে গত কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত এবং রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো। এছাড়া এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে তিনজনের। একজন বরিশাল শহরের বাইরে এবং চট্টগ্রাম শহরের বাইরে আরেক জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২২৪ জন ভর্তি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৮৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

এছাড়া খুলনা বিভাগে ৭২ জন, বরিশাল বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলোতে তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৩ জন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২০ হাজারের বেশি।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]