23988

04/18/2025 উড়ন্ত অবস্থায় ফ্লাইটের মধ্যেই প্রাণ হারালেন বাংলাদেশি যাত্রী

উড়ন্ত অবস্থায় ফ্লাইটের মধ্যেই প্রাণ হারালেন বাংলাদেশি যাত্রী

রাজটাইমস ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫২

ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের মধ্যেই মৃত্যু হয়েছে বাংলাদেশি এক যাত্রীর। মাঝআকাশে বিমান থাকা অবস্থায় আকস্মিকভাবে ঢলে পড়ার কিছু সময় পর ৪৭ বছর বয়সী ওই যাত্রীর মৃত্যু হয়।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওই বাংলাদেশি যাত্রী মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মারা যাওয়া বাংলাদেশির ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল আটটার পর তারা ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পান। কর্মকর্তারা ফ্লাইটেই তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে হংকং পুলিশ। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের আগে এক জার্মান যাত্রীর মৃত্যু হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]