03/14/2025 রামেক হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২০ ২৩:১৯
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত শফিউর রহমানের (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিউর রহমানের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।
হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে। তিনি জানান, গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাকে আইসিউতে নেয়া হয়। রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার নমুনা পরীক্ষার পজেটিভ আসে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। এ নিয়ে রাজশাহীতে মৃতের সংখা হলো তিনজন।