24086

04/20/2025 বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ

রাজটাইমস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৩টি উন্মুক্ত জিমনেসিয়াম ও নারীদের জন্য কয়েকটি স্নানাগার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর ইকোনমিক টাইমস ও ডেকান হেরাল্ড।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জেলার গেদে, কাদিপুর এবং টুঙ্গি এলাকার সীমান্ত ফাঁড়ির কাছে খোলা আকাশের নিচে এসব জিমনেসিয়াম ও টিনশেডের স্নানাগার নির্মাণ করেছে বিএসএফের ৩২ ব্যাটালিয়ন। পরে নারীদের জন্য টিনশেড আচ্ছাদিত গোসলখানাও তৈরি করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা এ বিষয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিমগুলোতে ব্যায়ামের নানা সরঞ্জাম, যেমন সমান্তরাল বার, কোমর স্ট্রেচার, চেস্ট প্রেস, ফান রাইডার, ল্যাটারাল পুল ডাউন, সিট–আপ ট্রেনার, দ্বি–পার্শ্বযুক্ত রোটেটর এবং তাই চি স্পিনার স্থাপন করা হয়েছে। শিশু, যুবক এবং বয়স্করা দিনের যেকোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন।

বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুজিত কুমার সংবাদমাধ্যম বলেন, এই অবকাঠামোগুলো নির্মাণ করতে বাহিনীর নিজস্ব তহবিল ব্যবহার করা হয়েছে। বিএসএফ এখানে স্থানীয়দের পাশে আছে। সীমান্তের নিরাপত্তা ছাড়াও যেভাবে সম্ভব স্থানীয়দের সাহায্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

কুমার বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, নারীরা খোলা জায়গায় স্নান করত এবং তাদের কোনো গোপনীয়তা না থাকায় আমাদের খুব খারাপ লাগত। বিএসএফ স্থানীয়দের কাছ থেকে এই বিষয়টি জানতে পেরে উদ্যোগ নিয়েছে। নারীরা এই উদ্যোগে খুব খুশি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]