24130

09/26/2024 আধিপত্য বিস্তারেই শেখ হাসিনাকে চায় ভারত: রুহুল কবির রিজভী

আধিপত্য বিস্তারেই শেখ হাসিনাকে চায় ভারত: রুহুল কবির রিজভী

রাজটাইমস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারেই ভারত শেখ হাসিনাকে চায়।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আয়োজনে বিএনপি নেতা রিজভী বলেন, ‘সংস্কারের যে কথা বলা হচ্ছে, তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংস্কারে বেশি সময় লাগার কথা নয় বলেও দাবি তার। শেখ হাসিনা সংবিধানকে কেটে তার মতো করে মুড়ির ঠোঙা বানিয়েছিল বলেও মন্তব্য করেন।’

তিনি আরও বলেন, ‘দুর্গোৎসব সামনে রেখে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ইলিশ রপ্তানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করলে, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হবেই। যারা বাংলাদেশের সাথে ক্রীতদাসের মতো আচরণ করে, তখন কেন ইলিশ রপ্তানি করা হবে, তা নিয়ে অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্নও রাখেন রুহুল কবির রিজভী।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]