03/16/2025 বঙ্গবন্ধুর প্রতি কৃষকের অনন্য ভালোবাসা!
রাজটাইমস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাকে ফুটিয়ে তুললেন এক অভিভূত পন্থায় বঙ্গবন্ধুপ্রেমী কৃষক আব্দুল কাদির (৪৪)। নিজ জমিতে ফুটিয়ে তুলেছেন তার প্রতি ভালোবাসার নিদর্শন। সরিষা ও লাল শাক দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি, নৌকা, স্মতিসৌধ, পতাকা। আর লিখেছেন মুজিব শতবর্ষ। এঁকেছেন ‘লাভ’ চিহ্ন নকশাও।
আব্দুল কাদির তার মোট ৩২ শতক জমিতে এই শৈল্পিক বুনন করেছেন তিনি, যা ফসলের মাঠকে করে তুলেছেন দৃষ্টিনন্দন। শতশত মানুষ প্রতিদিন তার ক্ষেত দেখতে ভিড় করছেন।
এই বঙ্গবন্ধু প্রেমীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়াখালবালা গ্রামে। তিনি হাজি তারা মিয়ার দ্বিতীয় ছেলে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুল কাদির জানান, আমার গ্রামে একটি বন্ধুমহল ডিজিটাল ক্লাব আছে। আমি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা আমার কাছে ডিজিটাল পদ্ধতির কিছু একটা করে দেখানোর আবদার করেন।
মূলত, সবার দাবির কারণে ভিন্ন এই চিন্তা মাথায় আসে বলে জানান তিনি। তিনি বলেন, এরপর স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শষ্য সরিষা ও লাল শাকের বীজ কিছু নতুনত্ব করার কথা ভাবি। সেইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতেই জমিন চাষ করে এমন চিত্রাংকন করি। এতে ক্লাবের সদস্যরা তাকে সহায়তা করেন।