24164

04/20/2025 ইন্দোনেশিয়ার খনিতে ভূমিধসে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৫

ইন্দোনেশিয়ার খনিতে ভূমিধসে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৫

রাজটাইমস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪২

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে এবং ২৫ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার জাকার্তা থেকে একজন স্থানীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পশ্চিম সুমাত্রা দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব এএফপিকে বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে, ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনকে এখনো সন্ধান করা হচ্ছে, আরো তিনজন আহত হয়েছে।’

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]